Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটবিসিবির গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন, ফাহিমের পদত্যাগ দাবি

বিসিবির গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন, ফাহিমের পদত্যাগ দাবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ, যিনি নাজমুল হোসেন পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম হয়েছেন বোর্ড পরিচালক। দায়িত্ব নিয়েই নতুন সভাপতি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজনীয়তার কথা জানান।

এ লক্ষ্যে ফাহিমকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি জমা দিয়েছে একটি খসড়া গঠনতন্ত্র। তবে খসড়া সংশোধনী নিয়ে ঢাকার ক্লাবগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। রাজধানীর পূর্বাণী হোটেলে সিসিডিএমভুক্ত ৭৬টি ক্লাবের আয়োজিত এক মতবিনিময় সভায় ফাহিমের পদত্যাগ দাবি করা হয়েছে।

গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনীতে ঢাকার ক্লাবগুলোর গুরুত্ব কমানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৭৬ কাউন্সিলরের জায়গায় মাত্র ৩০ কাউন্সিলরের প্রস্তাব এবং ১২ পরিচালকের পরিবর্তে ৪ পরিচালক রাখার প্রস্তাব ক্লাবগুলোর আপত্তির প্রধান কারণ।

লিজেন্ডস অব রূপগঞ্জের জয়েন্ট সেক্রেটারি আহমেদ এসএম রুবেল জানিয়েছেন, ‘শুক্রবারের মধ্যে খসড়া সংশোধন না হলে কোনো লিগে অংশ নেবে না ক্লাবগুলো। পাশাপাশি ফাহিমকে পদত্যাগ করতে হবে।’

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘এই গঠনতন্ত্র ঢাকার ক্লাবগুলোকে অপমান করেছে। এটি বাতিল না হলে বোর্ড পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে।’

সভায় আরও উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের সেক্রেটারি সৈয়দ বোরহান হোসেন, মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের সত্তাধিকারী লৎফুর রহমান বাদলসহ অনেকে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments