ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর এত দীর্ঘ ও বৈচিত্র্যময় আলোচনা-সিদ্ধান্ত নিয়ে বিসিবির বোর্ড সভা আর হয়নি। আজকের প্রায় চার ঘণ্টার মিটিংয়ে গঠনতন্ত্র সংশোধনী কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। নাজমুল আবেদীনের নেতৃত্বে থাকা ৫ সদস্যের কমিটি কার্যত বিলুপ্ত হয়েছে বলে জানা গেছে।
সভায় জানানো হয়, গঠনতন্ত্র সংশোধনে স্বচ্ছতা প্রয়োজন। কমিটির প্রস্তাব নিয়ে যে নেতিবাচক আলোচনা শুরু হয়েছিল, তা থামাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, স্থগিত থাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন বোর্ড পরিচালকরা। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিসিডিএম প্রধান বোর্ডকে এ বিষয়ে রিপোর্ট দেবেন।
বিপিএলের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। এ বিষয়ে গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিগুলো দ্রুত সমাধানে বসবে।
মেয়েদের বিপিএল নিয়ে তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সবকিছু গুছিয়ে নেওয়ার পর টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছে তারা।
এদিকে, বেশ কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান নতুন করে মনোনীত হয়েছে। বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ ব্যবহারের চুক্তি ১০ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্তও হয় সভায়।