Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটবিসিবির ক্রিকেট অপারেশন্সে ফাহিম, স্ট্যান্ডিং কমিটির তালিকাও চূড়ান্ত

বিসিবির ক্রিকেট অপারেশন্সে ফাহিম, স্ট্যান্ডিং কমিটির তালিকাও চূড়ান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে এসেছেন নাজমুল আবেদীন ফাহিম। পাশাপাশি নারী উইংয়ের দায়িত্বও পালন করবেন তিনি।

আজ (শনিবার) বিসিবির বোর্ড মিটিংয়ে স্ট্যান্ডিং কমিটির তালিকা চূড়ান্ত করা হয়। মিটিং শেষে ইফতেখার রহমান মিঠু কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর থেকে স্ট্যান্ডিং কমিটি ছিল না। অবশেষে নতুন কমিটির তালিকা প্রকাশ করল বিসিবি।

গত বছরের অগাস্টে বিসিবির দায়িত্ব পান ফারুক আহমেদ। এরপর থেকে নিয়মিত কার্যকরী কমিটি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। প্রতিবারই ‘দিচ্ছি, দেব’ করে সময়ক্ষেপণ চলতে থাকে। গত ৩ জানুয়ারি সংবাদমাধ্যমে তিনি বলেন, এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এর প্রায় তিন সপ্তাহ পর শনিবার বোর্ড পরিচালকদের ১৭তম সভার পর জানানো হলো কার্যকর কমিটির চেয়ারম্যানদের নাম। বোর্ডের ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির প্রধানের নাম চূড়ান্ত করা হয়েছে।

ওয়ার্কিং কমিটি ও সিকিউরিটি কমিটির প্রধান ঠিক করা হয়নি। কিছু প্রক্রিয়া শেষ করে এই দুই কমিটির চেয়ারম্যান ঠিক করা হবে। দায়িত্ব পাওয়া ২১ চেয়ারম্যানকে আগামী ১৪ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

সর্বোচ্চ ৩টি করে কমিটির প্রধান হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ফাহিম সিনহা ও মাহবুব আনাম। নাজমুল আবেদিন, ইফতেখার রহমানসহ একাধিক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন পাঁচজন।

বিসিবির স্ট্যান্ডিং কমিটি:
ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদীন ফাহিম
ফাইনান্স: ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি: সাইফুল আলম স্বপন চৌধুরী
গেম ডেভেলপমেন্ট: ফাহিম সিনহা
টুর্নামেন্ট: আকরাম খান
বয়সভিত্তিক টুর্নামেন্ট: সাইফুল আলম স্বপন চৌধুরী
গ্রাউন্ডস: মাহবুব আনাম
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট: আকরাম খান
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল: ফারুক আহমেদ
মেডিকেল: মঞ্জুরুল আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ: মাহবুব আনাম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন: ইফতেখার রহমান মিঠু
অডিট: মোহাম্মদ সালাহউদ্দিন
উইমেন্স উইং: নাজমুল আবেদীন ফাহিম
লজিস্টিকস অ্যান্ড প্রটোকল: ফাহিম সিনহা
সিকিউরিটি: শূন্য
সিসিডিএম: মোহাম্মদ সালাহউদ্দিন কাদের চৌধুরী
ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি: আকরাম খান

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments