Sunday, March 30, 2025
spot_img
হোমনারী ফুটবলবিদ্রোহীদের ছাড়াই জুনিয়রদের নিয়ে অনুশীলনে বাটলার

বিদ্রোহীদের ছাড়াই জুনিয়রদের নিয়ে অনুশীলনে বাটলার

জাতীয় নারী ফুটবল দলে বিদ্রোহের পর সাবিনা খাতুনসহ সিনিয়র তারকাদের নিয়ে আর কোনো আগ্রহ নেই কোচ পিটার বাটলারের। তিনি এখন জুনিয়র ফুটবলারদের নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রস্তুতি কার্যক্রম।

গতকাল জাতীয় স্টেডিয়ামে ১৩ জন জুনিয়র ফুটবলারকে নিয়ে অনুশীলন করেন বাটলার। উপস্থিত ছিলেন আফিদা খান্দকার, শাহেদা আক্তার রিপা, মুঙ্কি খাতুন, স্বপ্না রানী, সুরমা আক্তারসহ বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং মাহমুদা আক্তার তাদের নিয়ে জিম সেশনও পরিচালনা করেন।

বিদ্রোহী ফুটবলারদের নিয়ে বাটলার বলেন, “ওদের বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। যারা অনুশীলনে আছে, তাদের নিয়েই কাজ চালিয়ে যাব।”

সাবিনাদের বিদ্রোহের পর শূন্যতা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপি থেকে অনূর্ধ্ব-২০ ফুটবলারদের ডেকেছে বাফুফে। বাটলার এ নিয়ে বলেন, “এই তরুণ খেলোয়াড়রাই ভবিষ্যতে দেশের হয়ে সেবা করবে বলে আমি আশাবাদী।”

এদিকে সিনিয়র ফুটবলারদের ফেরাতে কাজ করছে বাফুফে। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে একটি সাত সদস্যের কমিটি বৈঠক করেছে। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, “আমরা মেয়েদের ক্যাম্পে ফেরানোর চেষ্টা করছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।”

সাবিনারা এখনো তাদের সিদ্ধান্তে অনড়। কিরণ বলেন, “তারা প্রাপ্তবয়স্ক। সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। তবে আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments