Sunday, March 30, 2025
spot_img
হোমনারী ক্রিকেটবিশ্বকাপ স্বপ্ন ভাঙল নিগারদের ব্যাটিং ব্যর্থতায়

বিশ্বকাপ স্বপ্ন ভাঙল নিগারদের ব্যাটিং ব্যর্থতায়

বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিতের সুযোগ ছিল নিগার সুলতানার দলের সামনে। কিন্তু সেন্ট কিটসে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ভেঙে পড়ল বাংলাদেশের স্বপ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় হার নিয়ে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে হেরে ফিরল তারা।

মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফারজানা হক ও শারমিন আক্তারের ৬৮ রানের জুটি কিছুটা আশা জাগালেও সেখান থেকে নামে ধস। শেষ ৬ ব্যাটার মিলে যোগ করে মাত্র ১ রান!

অল্প রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় ২৭.৩ ওভারে। এর ফলে তারা আগে থেকেই বাছাইপর্ব নিশ্চিত করলেও বাংলাদেশকে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে বাছাইপর্বে লড়াই করে।

ব্যাটিং বিপর্যয়
দ্বিতীয় ওভারে মুর্শিদা খাতুনের বিদায়ে শুরু হয় বিপর্যয়। ফারজানা ও শারমিন জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও রান তোলার গতি ছিল ধীর। শারমিনের ৩৭ রান দলের সর্বোচ্চ হলেও অন্য ব্যাটাররা বড় স্কোর করতে ব্যর্থ। শেষ ৬ ব্যাটার দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।

বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার কারিশ্মা রামহারাক ছিলেন দুর্দান্ত। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর এবার ১২ রান খরচায় নেন ৪ উইকেট।

সামনে বাছাইপর্ব
এই হারে বাংলাদেশ নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপে শেষ করল সপ্তম স্থানে। ভারতসহ শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিলেও বাংলাদেশকে পাকিস্তান, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে বাছাইপর্বে লড়াই করে বিশ্বকাপের টিকিট কাটতে হবে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮
ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ ও সিরিজ: কারিশ্মা রামহারাক।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments