আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল বোলোনিয়া। ২৬ বছর পর কোপা ইতালিয়ার সেমি-ফাইনালে পৌঁছাল এই সিরি আ’র দলটি।
৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো মাত্র দুই মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা বোলোনিয়া এরপরই প্রাথমিক পর্বেই বিদায় নিয়েছিল, তবে এবার কোপা ইতালিয়ায় বড় অর্জন।
কোচ ভিন্সেঞ্জো ইতালিয়ানেো জানিয়েছেন, আতালান্তার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের ফলে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
এই জয় তাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, এবং ২৬ ফেব্রুয়ারির ফাইনালে ইউভেন্তুস অথবা এম্পোলির মুখোমুখি হবে বোলোনিয়া।