বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতি দলে কমপক্ষে দুইজন বিদেশি খেলোয়াড় মাঠে থাকা বাধ্যতামূলক। তবে রোববার বিশেষ ব্যবস্থায় এই নিয়ম শিথিল করে খেলার অনুমতি দেওয়া হলো দুর্বার রাজশাহীকে। এ সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে বিপিএলের মান ও মর্যাদা নিয়ে।
রোববার সকাল থেকেই পরিস্থিতি নাটকীয়। মাঝ রাতে টিম হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নতুন হোটেলে উঠলেও খেলোয়াড়দের পারিশ্রমিকের সুরাহা হয়নি। দেশি খেলোয়াড়দের সামান্য অর্থ দিয়ে মানানো গেলেও বিদেশি খেলোয়াড়দের রাজি করাতে ব্যর্থ হয় রাজশাহী।
এমন পরিস্থিতিতে হতাশ বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “এটা অনাকাঙ্ক্ষিত। টুর্নামেন্টের স্বার্থে ছাড় দেওয়া হয়েছে, তবে নিয়ম ভাঙার বিষয়টি অগ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, “বিপিএলের মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারও চুক্তি লঙ্ঘন মেনে নেওয়া হবে না।”
বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। টুর্নামেন্টের মান ধরে রাখতে এবং দেশের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করতে এ বিষয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিবি কর্তৃপক্ষ।