বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু যেন নিত্যসঙ্গী। সময়মতো বেতন না পাওয়া নিয়ে কড়া সমালোচনা করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট। তাঁর মতে, পারিশ্রমিক নিয়ে বিপিএল বারবার দোষী প্রমাণিত হচ্ছে।
গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে বিদেশি খেলোয়াড়রা বকেয়া ইস্যুতে মাঠে নামেননি। তবে লিগের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহী ৫ উইকেটে জিতেছে। এদিন রায়ান বার্ল ও আফতাব আলমকে একাদশে দেখা গেলেও তাদের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ হয়েছে কিনা, তা নিশ্চিত নয়।
এ বিষয়ে মোফাট বলেছেন, ‘বিপিএলে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকের বিষয়টি হতাশাজনক এবং এটা বারবার ঘটছে। টুর্নামেন্টের উন্নতি করতে হলে এ ধরনের সমস্যা মেটানো জরুরি।’
রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বকেয়া ইস্যু নিয়ে রসিকতা করে বলেন, ‘পিচ যেমন বাউন্স করে, ব্যাংকে চেকও যেন বাউন্স না করে।’ বিসিবি ইতিমধ্যে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে বিতর্ক লেগে আছে। ২০১২ ও ২০১৩ সালের আসরেও একই সমস্যায় পড়তে হয়েছিল খেলোয়াড়দের। এমনকি দুর্নীতির অভিযোগে এক মৌসুমের জন্য টুর্নামেন্ট স্থগিত করেছিল বিসিবি। এখনো সেই পুরনো সমস্যার সমাধান হয়নি।