বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বিতর্কে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। ফিক্সিং ও নীতি বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর তদন্তে সহায়তার জন্য স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তিন সদস্যের এই কমিটি বোর্ড ও অ্যান্টি করাপশন ইউনিটকে তদন্তে সহায়তা করবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারকে। তার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. খালেদ এইচ চৌধুরী।
ফিক্সিং নিয়ে বিসিবি ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে শাকিল কাসেম ২০১৩ সালের ফিক্সিং তদন্ত কমিটিতেও ছিলেন।
সম্প্রতি গণমাধ্যমে খবর আসে, চলতি বিপিএলের ২০ শতাংশের বেশি ম্যাচে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অ্যান্টি করাপশন ইউনিট এ বিষয়ে চল্লিশেরও বেশি ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
বিপিএলের বাকি রয়েছে মাত্র দুটি ম্যাচ। বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার আর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ফাইনাল। বিসিবি বলেছে, স্বচ্ছতা বজায় রাখতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।