বিপিএলের চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্যতালিকা প্রকাশিত হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে টিকিট, যা দিয়ে দেখা যাবে একদিনের দুইটি ম্যাচ। পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা, পূর্ব গ্যালারির টিকিট মিলবে ৩০০ টাকায়।
ক্লাব হাউজের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের মূল্য ৫০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে খরচ হবে ১০০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ও প্যাভিলিয়ন এন্ডের রুফ টপে বসে খেলা উপভোগ করতে চাইলে খরচ করতে হবে ২০০০ টাকা।
টিকিট পাওয়া যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে। এছাড়া মধুমতি ব্যাংকের আগ্রাবাদ ও ও. আর. নিজাম রোড শাখা থেকেও পাওয়া যাবে। অনলাইনে বিসিবির ওয়েবসাইট থেকেও দর্শকরা টিকিট কিনতে পারবেন।
আগামী ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। আর রাতের ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।