Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলব্রাজিলের সঙ্গে ড্র করলেই বিশ্বকাপে আর্জেন্টিনা!

ব্রাজিলের সঙ্গে ড্র করলেই বিশ্বকাপে আর্জেন্টিনা!

লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল ঠিকই আদায় করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তিয়াগো আলমাদার একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল।

আলমাদার দুর্দান্ত গোল

শনিবার বাংলাদেশ সময় ভোরে উরুগুয়ের মাঠে শুরুতে গোলশূন্য প্রথমার্ধ কাটলেও ৬৮ মিনিটে আর্জেন্টিনার প্রত্যাশিত মুহূর্ত আসে। বাম প্রান্তে বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন তিয়াগো আলমাদা। তার একমাত্র গোলেই জয় পায় আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে স্কালোনির দল

এই জয়ে ১৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। এখনো তাদের ৫টি ম্যাচ বাকি, আর এর মধ্যে মাত্র একটি ড্র করলেই ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাবে।

শেষ মুহূর্তের ধাক্কা

ম্যাচের শেষ দিকে অবশ্য কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের পর যোগ করা মিনিটে লাল কার্ড দেখেন নিকোলাস গঞ্জালেস। তবে এতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

উরুগুয়ের নিয়ন্ত্রণ, কিন্তু আর্জেন্টিনার কার্যকারিতা

বল দখলে কিছুটা এগিয়ে ছিল উরুগুয়ে (৫৬ শতাংশ)। তবে প্রতিপক্ষের বক্সে গিয়ে কার্যকরী হতে পারেনি তারা। উরুগুয়ে ৬টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল, যেখানে আর্জেন্টিনা ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেছে।

পয়েন্ট তালিকায় উরুগুয়ের ধাক্কা, ইকুয়েডরের উত্থান

এই হারে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে উরুগুয়ে। অন্যদিকে, ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইকুয়েডর।

এখন সব নজর আর্জেন্টিনার পরের ম্যাচে, যেখানে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। সেই ম্যাচে শুধু একটি ড্র পেলেই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments