Sunday, March 30, 2025
spot_img
হোমটেনিসদাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে টেলর ফ্রিটজ

দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে টেলর ফ্রিটজ

ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন মার্কিন টেনিস তারকা টেলর ফ্রিটজ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড জিতে পাওয়া ৮২ হাজার ডলার অর্থ পুরস্কার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) দান করেছেন লস অ্যাঞ্জেলেসের ত্রাণ তহবিলে।

দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর রানচো পালোস ভেরদেসে বসবাসকারী ফ্রিটজ মেলবোর্ন পার্কে খেলতে গিয়ে নিজের এলাকার ভয়াবহতা কাছ থেকে দেখতে না পারলেও দূর থেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।

প্রথম রাউন্ডের ম্যাচ শেষে তিনি বলেন, “আমার এলাকায় যা ঘটেছে তা অবিশ্বাস্য। আমি শুধু চাই সবাই নিরাপদে থাকুক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য এটুকু অন্তত করতেই হবে।”

দাবানলে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ২৫ জন, আর হুমকির মুখে ৬০ লাখেরও বেশি মানুষ। ফ্রিটজের এই উদ্যোগে মার্গারেট কোর্ট অ্যারেনায় দর্শকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

ফ্রিটজ ছাড়াও যুক্তরাষ্ট্রের নারী টেনিস তারকারা এগিয়ে এসেছেন। কোকো গফ, ম্যাডিসন কিস ও জেসিকা পেগুলা আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রাণীদের সাহায্যে অর্থ ও সচেতনতার প্রচার চালাচ্ছেন। কিস ফায়ার সার্ভিসে ২০ হাজার ডলার অনুদান দিয়েছেন, আর পেগুলা বাস্তুচ্যুত প্রাণীদের জন্য দাতব্য সংস্থার উদ্যোগ নিয়েছেন।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments