উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে একই সময়ে মাঠে নামবে ৩৬টি দল। ১৮টি ম্যাচেই নির্ধারণ হবে ম্যানচেস্টার সিটির ভাগ্য। নকআউট পর্বে যেতে পারবে কি না – এটাই রাতের সবচেয়ে বড় প্রশ্ন। তবে বাকি ম্যাচগুলোও কম গুরুত্বপূর্ণ নয়।
এখন পর্যন্ত ১৭টি দল পরবর্তী রাউন্ড নিশ্চিত করলেও সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে মাত্র দুটি দল। আজকের ম্যাচ শেষে জানা যাবে ৯ থেকে ২৪ নম্বর স্থানে থাকা কোন দলগুলো প্লে-অফে যাবে।
নতুন কাঠামোয় এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল পাবে নকআউট পর্বের সুযোগ। প্রথম আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে থাকা ১৬ দল প্লে-অফ খেলে যোগ দেবে বাকি আটটি স্থানে।
জিরোনা-আর্সেনাল
প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলা জিরোনার বিদায় নিশ্চিত। ১৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্সেনালের জন্য ম্যাচটি সরাসরি শেষ ষোলো নিশ্চিত করার। পয়েন্ট হারালেও শেষ ষোলো খেলা সম্ভব ইংলিশ ক্লাবটির।
নকআউটে ম্যান সিটির লড়াই
সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির জন্য আজ বাঁচা-মরার লড়াই। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে থাকা গার্দিওলার দলকে প্লে-অফ নিশ্চিত করতে ব্রুগার বিপক্ষে জয় পেতেই হবে। অন্যদিকে ব্রুগার জন্য ড্রই যথেষ্ট।
ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ
দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্ত আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।
ইন্টার মিলান-এএস মোনাকো
ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত ১৬ পয়েন্ট নিয়ে চারে থাকা ইন্টার মিলানের। ফরাসি ক্লাব মোনোকোর প্লে-অফ নিশ্চিত, ইন্টারকে হারালে উঠে যেতে পারে শেষ ষোলোতে।
পিএসজি বনাম স্টুটগার্ট
১০ পয়েন্ট নিয়ে ২২ ও ২৪ নম্বরে থাকা দুই দল সরাসরি প্লে-অফ নিশ্চিতের জন্য মুখোমুখি হচ্ছে। জয়ী দল সহজেই নকআউট পর্বে উঠে যাবে।
বার্সা, লিভারপুল নিশ্চিন্ত
বার্সেলোনা ও লিভারপুল ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। আজকের ম্যাচে শুধু পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকার চেষ্টা করবে তারা। ১৮ পয়েন্ট নিয়ে বার্সা নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। ১৪ পয়েন্ট নিয়ে সাতে থাকা আতালান্তা আজ বার্সাকে হারালে তো বটেই, ড্র করেও সরাসরি শেষ ষোলোতে উঠে যেতে পারে।
আতলেতিকো, এসি মিলান চাপে
১৫ পয়েন্ট পাওয়া আতলেতিকো ও এসি মিলানের জন্য আজকের জয় সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে পারে। তবে হারলে প্লে-অফের ঝুঁকিও থেকে যাবে।
বায়ার্ন মিউনিখ-ব্রাতিস্লাভা
বায়ার্নের প্লে-অফ খেলা নিশ্চিত। স্লোভাক ক্লাব ব্রাতিস্লাভাকে হারালে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো খেলার সুযোগ আছে ১২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে থাকা বায়ার্নের। ব্রাতিস্লাভা বিদায় নিয়েছে আগেই।
শেষ ম্যাচে নাটকের সম্ভাবনা
সেল্টিক, জুভেন্টাস, লেভারকুসেনের মতো দলগুলোর জন্য আজকের দিনটি হবে গুরুত্বপূর্ণ। ভুলের সুযোগ নেই কোনো দলেরই।
এই রাতের পরই জানা যাবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে কারা জায়গা পাবে। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর এক রাত অপেক্ষা করছে।