প্রথমার্ধের শেষ মুহূর্তে রাফায়েল ওনিয়েডিকার গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। বিদায়ের শঙ্কা ঘনিয়ে আসছিল গার্দিওলার শিষ্যদের ওপর। তবে দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তনে ক্লাব ব্রুগেকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে জয় তুলে নেয় সিটি। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা উঠে আসে পয়েন্ট তালিকার ২২তম স্থানে। দ্বিতীয়ার্ধে মাতেও কোভাচিচের সমতাসূচক গোল, জোয়েল ওরদোনেজের আত্মঘাতী গোল ও সাভিনিয়োর ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয় তাদের।
বেলজিয়ান ক্লাব ব্রুগেও পেয়েছে প্লে-অফের টিকিট। সমান ১১ পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তাদের অবস্থান তালিকার ২৪ নম্বরে।
প্রথমার্ধে নিষ্প্রভ সিটি বিরতির পর আক্রমণাত্মক ফুটবলে ফিরে সমতা আনে কোভাচিচের গোলে। এরপর আত্মঘাতী গোল এনে দেয় ওরদোনেজের ভুল। ম্যাচের শেষ দিকে সাভিনিয়োর অসাধারণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বস্তি পেল গার্দিওলার দল।