আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস। পাশাপাশি, এই আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে নাগরিক টিভিও।
টেলিভিশন ছাড়াও ডিজিটাল মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। অনলাইনে টফি অ্যাপে সাবস্ক্রিপশন কিনে মোবাইল বা অন্য ডিভাইসে দেখা যাবে ম্যাচগুলো।
শুধু টিভি ও অনলাইন নয়, রেডিওতেও শোনা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সরাসরি ধারাভাষ্য। রেডিও স্বাধীন ৯২.৪ এফএম ও রেডিও ভূমি ৯২.৮ এফএম—এই দুটি চ্যানেলে শোনা যাবে প্রতিটি ম্যাচের আপডেট। এবারের আসরে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে মোট ৯টি ভাষায় ম্যাচ সম্প্রচারিত হবে, যার মধ্যে বাংলাও রয়েছে!
তাই মাঠে বসে খেলা দেখার সুযোগ না পেলেও, টিভি, মোবাইল বা রেডিওর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি মুহূর্ত উপভোগ করা যাবে!
ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও নেটওয়ার্ক এইটিনে খেলা সম্প্রচার করা হবে। অনলাইনে দেখা যাবে জিও হটস্টারে। পাকিস্তানে পিটিভি ও টেন স্পোর্টস টিভি চ্যানেল হিসেবে এবং অনলাইনে মাইকো ও তামাশা অ্যাপে। সংযুক্ত আরব আমিরাতে ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, স্ট্রিমিং হবে স্টারজপ্লেতে। ইংল্যান্ডে সরাসরি খেলা দেখানো হবে স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন। ডিজিটা; কভারেজ থাকছে স্কাইগো, নাও ও স্কাই স্পোর্টস অ্যাপে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভি এবং উইকো বাই ক্রিকবাজ অ্যাপে দেখা যাবে খেলা, অনলাইনে হিন্দিতেও ধারাভাষ্য শোনা যাচ্ছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলা দেখতে হলে ইএসপিএন ক্যারিবিয়ান টিভি ও অনলাইন দুই মাধ্যমেই ভরসা। এছাড়া অস্ট্রেলিয়ায় হিন্দি ধারাভাষ্যসহ প্রাইম ভিডিও, নিউজিল্যান্ডে স্কাই স্পোর্ট নিউজিল্যান্ড, নাও, স্কাইগো অ্যাপ, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট ও সুপার স্পোর্ট অ্যাপ, আফগানিস্তানে এটিএন এবং শ্রীলঙ্কায় মহারাজা টিভি ও সিরাসায় দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা।