বিপিএলে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফের বিতর্ক। চিটাগং কিংস এখনো ক্রিকেটারদের পুরো টাকা পরিশোধ করেনি! শুধু দেশি নয়, বিদেশি তারকারাও ভুক্তভোগী। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও পুরো টাকা না পেয়ে বিসিবির সভাপতির কাছে অভিযোগ করেছিলেন।
আফ্রিদির অভিযোগ, বিসিবি সভাপতির স্বস্তি!
বিপিএলে চিটাগং কিংসের মেন্টর হিসেবে যুক্ত ছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু পুরো টাকা না পাওয়ায় তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে অভিযোগ করেন। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের ফারুক মজার ছলে বলেন, “যাক, আফ্রিদির সঙ্গে দেখা হয়নি!”
দেশি ক্রিকেটারদেরও বকেয়া টাকা বাকি!
শুধু আফ্রিদি নন, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শামীম হোসেনসহ অনেকেই এখনো পুরো পারিশ্রমিক পাননি। বিপিএলের নিয়ম অনুযায়ী—
🔸 টুর্নামেন্ট শুরুর আগে ৫০%
🔸 টুর্নামেন্ট চলাকালীন ২৫%
🔸 শেষ ২৫% টাকা টুর্নামেন্ট শেষে
কিন্তু চিটাগং কিংস শুধু ৫০% দিয়েছে, বাকি ৫০% এখনো ঝুলে আছে।
ইমনের ক্ষোভ: “দেবে দেবে, কিন্তু পাচ্ছি না!”
মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমন বলেন, “৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। বলছে দেবে দেবে, কিন্তু পাচ্ছি না। আমি, শরিফুল, শামীম—আমরা সবাই একই অবস্থায় আছি।”
পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হলে পারফরম্যান্সে প্রভাব পড়ে, স্বীকার করলেন ইমন।
“আমাদের সবসময় মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। কিন্তু যদি পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হয়, তাহলে মনোযোগে ব্যাঘাত ঘটে।”