হাইভোল্টেজ ম্যাচে মারাত্মক ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। দীর্ঘ লড়াইয়ে সমতা ফেরালেও রক্ষণ সামলাতে ব্যর্থ হয় লিগ চ্যাম্পিয়নরা। আক্রমণাত্মক ফুটবলে এমিরেটস স্টেডিয়ামে সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল।
রোববারের এই জয়ে লিগ টেবিলে নিজেদের শক্ত অবস্থান আরও সুসংহত করল মিকেল আর্তেতার শিষ্যরা। মার্টিন ওডেগোরের গোলে এগিয়ে যাওয়ার পর আর্লিং হলান্ড সমতা ফেরান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
২০ মিনিটের ব্যবধানে টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি ও কাই হাভার্টজের গোলের পর যোগ করা সময়ে ইথান নোয়ানেরির দুর্দান্ত শটেই আর্সেনালের বড় জয় নিশ্চিত হয়।
২০০৮ সালের পর এই প্রথম কোনো অ্যাওয়ে ম্যাচে প্রিমিয়ার লিগে ৫ গোল হজম করল সিটি। এদিন তাদের আক্রমণভাগও ছিল নিষ্প্রভ।
প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই মানুয়েল আকাঞ্জির ভুলে বল হারিয়ে ওডেগোরের গোল হজম করে সিটি। ছয় মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির অফসাইড গোল সিটিকে স্বস্তি দিলেও দ্বিতীয়ার্ধে পরপর আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে গুয়ার্দিওলার দল।
২৩ ম্যাচে টেবিলের চার নম্বরে থাকা সিটির পয়েন্ট ৪১। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৬। অন্যদিকে, ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।