চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামার ঠিক আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এনামুল হক বিজয়। ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নিলেও চিটাগংয়ের বিপক্ষে দলকে রক্ষা করতে পারেননি তিনি। রাজশাহী থেমেছে মাত্র ৮০ রানে, হেরেছে ১১১ রানের বড় ব্যবধানে।
টস জিতে অধিনায়ক তাসকিন আহমেদের শুরুটা হয়েছিল ভালোভাবে। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি। তবে মিগুয়েল কামিন্স ও মোহর শেখের এলোমেলো বোলিংয়ে চিটাগং পেয়ে যায় ১৯১ রানের বিশাল পুঁজি।
লক্ষ্য তাড়ায় রাজশাহীর ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয়েছেন। বিজয় করেছেন দলের সর্বোচ্চ ২১ রান। অন্যদিকে চিটাগংয়ের নাঈম ইসলামের ৫৬ এবং মিঠুনের ৩২ রানের ইনিংস দলকে এনে দেয় সহজ জয়। রাজশাহীর হয়ে দুটি উইকেট নেন তাসকিন।
এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগং কিংস। বিপরীতে বড় ব্যবধানে হেরে আরও বিপাকে পড়েছে দুর্বার রাজশাহী।