কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের ড্রয়ে একে অপরকে এড়িয়ে গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেমিফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের।
শেষ আটে বার্সেলোনা খেলবে ভালেন্সিয়ার মাঠে, আর রিয়াল যাবে লেগানেসের মাঠে। অন্য ম্যাচগুলোতে আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ গেতাফে এবং রিয়াল সোসিয়েদাদ খেলবে ওসাসুনার বিপক্ষে।
কোয়ার্টার-ফাইনালের এক লেগের ম্যাচগুলো হবে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি। বার্সা ও রিয়াল জিতলে সেমি-ফাইনালে হতে পারে একটি এল ক্লাসিকো।
ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার, সর্বশেষ ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয়ী হয়। তবে এই মৌসুমের প্রথম দুই ক্লাসিকোতেই বার্সার দাপট—লা লিগায় ৪-০ ও সুপার কাপে ৫-২ গোলে জয়।