মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রক্ষণভাগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। মাত্র কদিন আগেই মাঠে ফেরা ডেভিড আলাবা আবার চোট পেয়ে ছিটকে গেছেন। অস্ট্রিয়ান ডিফেন্ডারের বাঁ পায়ের অ্যাবডাক্টরে আঘাত লেগেছে বলে মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ক্লাব বিবৃতিতে বলা হয়েছে, “ডেভিড আলাবার বাঁ পায়ের অ্যাবডাক্টরে চোট ধরা পড়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।”
১৩ মাসের লম্বা বিরতির পর গত ১৮ জানুয়ারি লাস পালমাসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন আলাবা। এরপর আরও তিন ম্যাচে খেলার সুযোগ পান তিনি। তবে সবশেষ এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি।
এবার অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই ডিফেন্ডার। এমন সময়ে রিয়ালের সামনে রয়েছে টানা গুরুত্বপূর্ণ ম্যাচের চাপ। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বুধবার লেগানেসের মাঠে খেলতে নামবে তারা। এরপর লা লিগায় আতলেতিকো মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
এদিকে দুদিন আগেই দলের আরেক ভরসা আন্টোনিও রুডিগারের হ্যামস্ট্রিং চোটের খবর মিলেছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, তিনিও লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন।
এসবের মধ্যেই লা লিগায় অবনমন অঞ্চলের দল এস্পানিওলের কাছে শেষ ম্যাচে ১-০ গোলে হারায় হতাশায় ভুগছে রেয়াল। তবে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।