শেষ ওভারে সিলেটের দরকার ২৩ রান। মুস্তাফিজুর রহমানের প্রথম বলেই ছক্কা মারেন সামিউল্লাহ শিনওয়ারি। এরপর ওয়াইড ও চারের পর ম্যাচে জমে ওঠে উত্তেজনা। ঢাকার কোচ খালেদ মাহমুদের উদ্বিগ্ন মুখে দেখা যায় হতাশার ছাপ।
তবে অভিজ্ঞ মুস্তাফিজ সামলে নেন পরিস্থিতি। আরিফুল হককে আউট করে ওভারের বাকি বলগুলো ভালোভাবে করে ঢাকার জয় নিশ্চিত করেন।
সোমবার চট্টগ্রামে তলানির দুই দলের লড়াইয়ে ৬ রানে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটাল।
লিটন কুমার দাসের ৭০ রানের ইনিংস ও থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা তোলে ১৯৬ রান। সিলেটের বোলারদের এলোমেলো বোলিং এতে বড় সহায়ক ছিল।
রনি তালুকদারের ফিফটি ও জাকের আলি-আরিফুল হকের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও ১৯০ রানেই থামে সিলেট।
৯ ম্যাচে ঢাকার এটি দ্বিতীয় জয়, সিলেটের আট ম্যাচে ষষ্ঠ পরাজয়।