প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কথা থাকলেও গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর প্রতিবাদের জেরে লিগ শুরু হয়নি। ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমিয়ে আনার প্রস্তাবের বিরোধিতা করে তারা লিগ বর্জনের সিদ্ধান্ত নেয়।
শনিবার মাঠে গড়ানোর কথা থাকলেও ক্লাবগুলোর প্রতিনিধি না পাঠানোর কারণে ট্রফি উন্মোচনের অনুষ্ঠানও হয়নি। এর আগে মঙ্গলবার ঢাকার ৭৬টি ক্লাব বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিলের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল। আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার ক্লাবগুলোর প্রতিনিধিদল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছে।
তারা দাবি জানিয়েছে, প্রস্তাবিত গঠনতন্ত্র বাতিল এবং গঠনতন্ত্র সংশোধন কমিটির বিলুপ্তি। পাশাপাশি ক্লাব কোটায় পরিচালকের সংখ্যা ১২ জন থেকে ১৬ জন করার দাবি তুলেছে।
এদিন বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেন প্রথম বিভাগ লিগের বেশ কয়েকটি দলের অধিনায়ক ও ক্রিকেটাররা। ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক তাদের উৎকণ্ঠা প্রকাশ করে দ্রুত লিগ শুরুর আহ্বান জানান।
বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে।