বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা এখনও কোনো পারিশ্রমিক পাননি। এ কারণে বুধবার তারা অনুশীলন বর্জন করেন। তবে ফ্র্যাঞ্চাইজির অপারেশন্স ইনচার্জ জায়েদ আহমেদ জানান, আজকের মধ্যেই বকেয়া পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করা হবে।
তিনি বলেন, “আমরা ২৫ শতাংশ নগদে এবং ২৫ শতাংশ চেকের মাধ্যমে পরিশোধ করব। দেরি হওয়ায় আমরা দুঃখিত। মালিক বিদেশে থাকায় সমস্যা হয়েছে, তবে আমরা আজকের মধ্যেই এই সমস্যা সমাধান করব।”
বকেয়া সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পাওয়ার পর বৃহস্পতিবার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনে ফেরেন। জাতীয় দলের সাবেক ওপেনার ও রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, “১৯ জানুয়ারির মধ্যেই পুরো পারিশ্রমিক পরিশোধ হবে। বোর্ড সভাপতিও বিষয়টি দেখছেন।”
প্রথম ম্যাচের জয় উদযাপনে খেলোয়াড়দের জন্য বোনাস দেওয়া হলেও সামগ্রিক অর্থপ্রদানে বিলম্ব হয়েছে। ফ্র্যাঞ্চাইজি নতুন হওয়ায় কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেন অপি। তবে দ্রুত এই ভুলগুলো সংশোধনের আশ্বাস দেন তিনি।