বিপিএলে খেলোয়াড়দের পাওনা পরিশোধ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে দুর্বার রাজশাহী। অনুশীলন বয়কটের পরও কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচেও বিদেশি ক্রিকেটাররা মাঠে নামেননি।
রাজশাহীর এই কর্মকাণ্ডে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে বিসিবি। পেমেন্ট ইস্যুতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
মিঠু বলেন, “আমরা আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। টাকা পরিশোধ করতেই হবে, নইলে বিপিএলের সুনাম নষ্ট হবে। চুক্তিভঙ্গ, চেক ডিজঅনারসহ নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড তাদের যথেষ্ট সুযোগ দিয়েছে, কিন্তু তারা সব সীমা ছাড়িয়েছে।”
রংপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দেশি খেলোয়াড়দের দিয়ে একাদশ সাজায় রাজশাহী। বিদেশিদের খেলানোর সব চেষ্টাই ব্যর্থ হয়। বিসিবির ফোন পেয়ে মাঠে নেমেছিলেন দেশি ক্রিকেটাররা। তবে বিদেশিদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েও রাজি করানো যায়নি।
তবে বিতর্কের মাঝেও রংপুরকে ২ রানে হারিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে রাজশাহী শিবির।