পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী মাঠে তাদের দাপট ধরে রেখেছে। টানা দুই ম্যাচে রংপুরকে হারানোর পর এবার লিগ পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে প্লে-অফে যাওয়ার আশা এখনো জাগিয়ে রেখেছে রাজশাহী।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১১৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। ২২ রানে ৪ উইকেট হারালেও আকবর আলি ও রায়ান বার্লের দুর্দান্ত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
পঞ্চম উইকেটে আকবর ও বার্ল মিলে ৬৩ বলে যোগ করেন ৭৫ রান। আকবর ৩৬ বলে ৪২ রান করে ফিরলেও ৩২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। তাকে সঙ্গ দেন এসএম মেহরুব।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স সংগ্রহ করে ১১৭ রান। শুরু থেকেই তাদের ব্যাটিং ছিল ছন্দহীন। জাকির হাসান (২৫ বলে ২৪) ও জাকের আলি (১৮ বলে ১৭) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে দশ নম্বরে নামা সুমন খানের ১১ বলে ২০ রানের ক্যামিওতে সিলেট কোনোমতে একশো পার করে।
টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচ জেতা সিলেটের আশা জাগিয়েও অল্প পুঁজি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, পারফরম্যান্স দিয়ে বিতর্কের মেঘ সরিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করল রাজশাহী।