বিপিএলের প্লে-অফে ওঠার আশা শেষ হয়েছে দুর্বার রাজশাহীর। তবে ফ্র্যাঞ্চাইজির বিপিএল শেষ হলেও দেশে ফিরতে পারছেন না দলের বিদেশি ক্রিকেটাররা। বকেয়া টাকা না পেলে দেশে ফিরবেন না বলে হোটেলেই অবস্থান করছেন তারা।
দলের একটি সূত্র জানিয়েছে, পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স টিম হোটেলেই আছেন। এদের মধ্যে কেউ চুক্তির ২৫ শতাংশ টাকা পেয়েছেন, আবার কেউ কোনো টাকাই পাননি। এমনকি গত দুই সপ্তাহ ধরে তাদের দৈনিক ভাতাও দেওয়া হয়নি।
এজাজ আহমেদ ও তার সহকারী কোচও এখনো পারিশ্রমিক পাননি। ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এবারের বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দুর্বার রাজশাহী শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রে। বকেয়া সমস্যার কারণে একটি ম্যাচে কোনো বিদেশি খেলোয়াড় মাঠে নামেননি। পরে বিসিবির অনুরোধে তারা খেললেও অনুশীলন বয়কট করেছিল পুরো দল। এমনকি হোটেল বিল পরিশোধ নিয়েও ফ্র্যাঞ্চাইজির সমস্যার খবর পাওয়া গেছে।