বিপিএলে নানা বিতর্কের মধ্য দিয়ে যাত্রা শেষ করল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক জটিলতায় জর্জরিত ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা অবশেষে বাংলাদেশ ছাড়তে যাচ্ছেন। রোববার রাত থেকে একে একে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন তারা।
রাজশাহীর বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের কাছে ঢাকা ক্যাপিটালসের জয়ে। এরপর পারিশ্রমিক ও দৈনিক ভাতা না পাওয়ায় দেশে ফেরার পথে বাধা পড়েন রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। প্রধান কোচ ইজাজ আহমেদও ছিলেন এই তালিকায়।
আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজ নিজ গন্তব্যে রওনা দেবেন। তবে বকেয়া পরিশোধের বিষয়ে কোনো মন্তব্য করেনি ফ্র্যাঞ্চাইজি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল দিবাগত রাত তিনটায় হারারের উদ্দেশ্যে উড়াল দেবেন। পাকিস্তানের মোহাম্মদ হারিস সোমবার দুপুরে লাহোরের পথে ঢাকা ছাড়বেন। প্রধান কোচ ইজাজ আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের মিগুয়েল কামিন্সও যথাক্রমে সোমবার ও ৫ ফেব্রুয়ারি ফ্লাইট ধরবেন।
এবারের বিপিএলজুড়ে বেশ কয়েকটি দলের পারিশ্রমিক নিয়ে অভিযোগ ওঠে। এর মধ্যে সবচেয়ে জটিলতায় ছিল রাজশাহী। শনিবার বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বকেয়া পরিশোধ না করলে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপে সহায়তা করবে বিসিবি।