কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৪৩ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত উইকেট হারিয়ে ১৩২ রানে গুটিয়ে যায় তারা। ইংলিশ অধিনায়ক জস বাটলার লড়াই করলেও তার ৬৮ রানের ইনিংস বড় সংগ্রহ গড়তে যথেষ্ট ছিল না। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী নেন ৩টি উইকেট, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল শিকার করেন ২টি করে উইকেট।
১৩৩ রানের লক্ষ্য তাড়ায় ভারত ঝড়ো শুরু করে। সাঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ওপেনিং জুটিতে আসে ৪১ রান। তবে ব্যাট হাতে তাণ্ডব চালান অভিষেক। মাত্র ৩৪ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংসে তিনি ইংলিশ বোলারদের বিপর্যস্ত করেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৫টি ছক্কা।
অভিষেকের দুর্দান্ত ইনিংসের পর তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া দলের জয় নিশ্চিত করেন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জফরা আর্চার ২ উইকেট নেন, আদিল রশিদ পান ১টি উইকেট।
অভিষেকের ব্যাটিং নৈপুণ্যে সহজ জয় পেয়ে সিরিজে দারুণ শুরু করল ভারত।