প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে ছুটে চলা মোহামেডান অবশেষে দেখল হারের তেতো স্বাদ। টানা আট ম্যাচ জয়ের পর শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরাপুল ইয়ংমেন্সের কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের দল।
ফকিরাপুলের হয়ে একমাত্র গোলটি করেন উজবেক মিডফিল্ডার সার্দোর জাহোনোভ। ৬৫তম মিনিটে বক্সের বাইরে থেকে তার বুলেট গতির শটে কোনো জবাব দিতে পারেননি মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে মোহামেডান। তবে সুযোগ নষ্টের মিছিলে হারিয়ে ফেলল অপরাজিত থাকার রেকর্ড।
ম্যাচে মোহামেডান কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বিশেষ করে মনসুর কুলদিয়াতি ও সুলেমানে দিয়াবাতের মিসগুলো হয়ে ওঠে তাদের জন্য হতাশার কারণ। শেষ দিকে প্রচণ্ড চাপ তৈরি করলেও ফকিরাপুলের বদলি গোলরক্ষক তৈয়ব সিদ্দিকীর অসাধারণ সেভগুলো জয়ের বন্দরে পৌঁছে দেয় দলটিকে।
ফকিরাপুল এখন লিগ টেবিলের নিচের দিকে থাকলেও এই জয়ে তাদের আত্মবিশ্বাস বাড়বে। অন্যদিকে মোহামেডানের সামনে থাকবে সুযোগ নষ্টের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর।