মাত্র ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি, যেখানে অংশগ্রহণকারী প্রতিটি দলই শক্তিশালী। তবে সাম্প্রতিক ফর্ম, স্কোয়াডের গভীরতা ও কন্ডিশনের বিবেচনায় কিছু দলকে ফেভারিট ধরা হচ্ছে। সাবেক ক্রিকেটাররা ইতোমধ্যেই দিয়েছেন নিজেদের মতামত, কেউ এগিয়ে রেখেছেন ভারতকে, কেউবা অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে।
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। দুইবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা এই কিংবদন্তি বলেন, “আপনি যদি স্কোয়াড ও সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, তাহলে ভারত ও অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরতেই হবে।”
ভারত ও অস্ট্রেলিয়ার অবস্থা:
ভারত সবসময়ই আইসিসি টুর্নামেন্টে ফেভারিট হিসেবে মাঠে নামে। তবে এবার তাদের চিন্তার কারণ জাসপ্রিত বুমরাহের না থাকা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অবস্থা আরও কঠিন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শসহ পাঁচ তারকা খেলোয়াড়ের অভাব পূরণ করতে হবে তাদের।
সাবেক তারকা ক্রিস গেইলও মনে করছেন, ভারতই কাপ জিতবে। অন্যদিকে, কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখছেন। একই মত দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তিনি বলেন, “পাকিস্তান ঘরের মাঠে খেলবে, আর ভারত এমন কন্ডিশনে সবসময়ই ভালো দল।”
১৯ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট, যেখানে ১৫টি ম্যাচ শেষে ৯ মার্চ হবে ফাইনাল। সেদিনই জানা যাবে, কে জিতবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি!