Sunday, March 30, 2025
spot_img
হোমনারী ফুটবলনারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি

এবছরের মার্চের মধ্যেই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি দেশের নারী ফুটবলের উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ইনফান্তিনো।

ইনফান্তিনো বলেন, “আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরে যেতে চাই।” পাশাপাশি, তিনি বাংলাদেশে নারী ফুটবলের উন্নয়নে ডরমিটরি এবং অন্যান্য সুবিধা নির্মাণে ফিফার আর্থিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও জানান, সৌদি আরবেও নারী ফুটবলের উন্নয়নে কাজ করবে ফিফা এবং এর মাধ্যমে সৌদিতে বসবাসরত বাংলাদেশিরাও উপকৃত হবেন।

ইনফান্তিনো আফসোস প্রকাশ করেন যে চলমান যুব উৎসবে আমন্ত্রণ পেয়েও তিনি বাংলাদেশে যেতে পারেননি। বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments