দুইশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা ইংল্যান্ড লায়ন্সকে তিনশোর ঘরে নিয়ে গেলেন রকি ফ্লিনটফ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন এই তরুণ।
ডাগআউটে বসে ছেলের ইনিংস দেখেছেন তার বাবা, ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফ। ১৬ বছর বয়সী রকির ১২৭ বলে ১০৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ৯ চারে।
ম্যাচের দ্বিতীয় দিন, ইংল্যান্ড লায়ন্স ৭ উইকেটে ১৬১ রানে ধুঁকছিল। সেখান থেকে রকি ফ্রেডি ম্যাকক্যানের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে লিড এনে দেন। শেষ উইকেটে মিচেল স্ট্যানলির সঙ্গে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে তিনি সেঞ্চুরি করেন। জুটিতে স্ট্যানলির অবদান মাত্র ৪ রান।
৩১৬ রানে থামে ইংল্যান্ড লায়ন্সের ইনিংস। রকির আগে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার অ্যালেক্স ডেভিস।
প্রথমবার ইংল্যান্ড লায়ন্সের মূল দলে সুযোগ পাওয়া রকি এর আগে অনূর্ধ্ব-১৯ ও ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশে সেঞ্চুরি করে আলোচনায় আসেন। এবার লায়ন্সের হয়েও দেখালেন নিজের সামর্থ্য।
ইংল্যান্ড লায়ন্সের হয়ে এমন দুর্দান্ত ইনিংস খেলে রকি জানিয়ে দিলেন, তার প্রতিভা ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে।