Sunday, March 30, 2025
spot_img
হোমনারী ফুটবলজাপানি বংশোদ্ভূত সুমাইয়ার বাংলাদেশ নিয়ে আক্ষেপ

জাপানি বংশোদ্ভূত সুমাইয়ার বাংলাদেশ নিয়ে আক্ষেপ

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহী ফুটবলারদের অন্যতম মাতসুশিমা সুমাইয়া। এই ঘটনার জেরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সুমাইয়া জানান, সাম্প্রতিক দিনগুলোতে হুমকির কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার ভাষায়, “গত কয়েক দিনে অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। এমন মানসিক আঘাত পেয়েছি, যা কল্পনাও করিনি।”

জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা সুমাইয়া বাংলাদেশের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন। ফুটবল ক্যারিয়ারের সংগ্রাম নিয়ে তিনি আরও লেখেন, “দেশের জন্য ফুটবল খেলার স্বপ্নে বাবা-মায়ের সঙ্গে লড়েছি। কিন্তু আজ আক্ষেপ হচ্ছে — যে দেশের হয়ে খেলেছি, সেই দেশ আমাদের লড়াইয়ের মূল্য দিতে জানে না।”

বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের পর বাফুফে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা আগামী বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেবে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments