চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। শেষ ওভারের নাটকীয়তায় ডেভিড মালানের অসাধারণ ক্যাচ এবং বরিশালের বোলারদের দারুণ পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত হয়।
প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশাল সংগ্রহ করে ১৬৭ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেনের কার্যকরী ইনিংসে ভর করে মাঝারি সংগ্রহ দাঁড় করায় তারা। মাহমুদউল্লাহ করেন ৫০ রান, আর রিশাদ খেলেন ১৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস। খুলনার পক্ষে মিরাজ নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে খুলনার ইনিংসের শুরুটা ধীরগতির ছিল। তবে নাঈম শেখ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ৭৭ রানের ইনিংস খেললেও তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। শেষদিকে আফিফ হোসেনের ২৭ রানের ইনিংস কিছুটা আশার আলো দেখালেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় খুলনা টাইগার্স।
বরিশালের পক্ষে জাহান্দাদ খান ও তানভির ইসলাম বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের শেষ মুহূর্তে মালানের চমৎকার ক্যাচ এবং আমির জামালের স্নায়ুচাপ সামলে বোলিং জয় এনে দেয় বরিশালকে।