বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং ধসিয়ে দিলেন ফাহিম আশরাফ। তার অসাধারণ বোলিংয়ে লড়াইয়ের মতো পুঁজি গড়তে ব্যর্থ সিলেট। ব্যাট হাতে তামিম-মুশফিকের দায়িত্বশীল ইনিংসে সহজ জয় তুলে নিল ফরচুন বরিশাল, নিশ্চিত করল বিপিএলের নকআউট পর্ব।
রোববার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। আগে ব্যাট করে সিলেট ১৮.১ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। জবাবে ২৪ বল বাকি থাকতেই জয় পায় বরিশাল।
ম্যাচের নায়ক ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। তিনি একাই শিকার করেন ৫ উইকেট, মাত্র ৭ রানের বিনিময়ে। তার বোলিং তোপে সিলেটের ব্যাটাররা কোনো প্রতিরোধ গড়তে পারেননি। সিলেটের সর্বোচ্চ ২৮ রান আসে আহসান ভাট্টির ব্যাট থেকে। এছাড়া জাকের আলী করেন ২৪ রান। বরিশালের পক্ষে ফাহিম ছাড়াও ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও জেমস ফুলার।
১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অভিজ্ঞতার জোরে জয় নিশ্চিত করে বরিশাল। তামিম খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস, মুশফিক থাকেন ৪২ রানে অপরাজিত। তাদের ৮১ রানের জুটিতেই নিশ্চিত হয় বরিশালের জয়।
এই জয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করল ফরচুন বরিশাল। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের বিদায় প্রায় নিশ্চিত।