নাঈম শেখের ফিফটি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল খুলনা টাইগার্স। তবে রান তাড়ায় ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন দাবিদ মালান। শেষ দিকে ফাহিম আশরাফের বিধ্বংসী ইনিংস নিশ্চিত করে দলের জয়।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৮৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৫ বল বাকি থাকতে। এ জয়ে রংপুর রাইডার্সের সমান ১৬ পয়েন্ট অর্জন করেছে তামিম ইকবালের দল। তবে রানরেটে কিছুটা পিছিয়ে তারা।
মালান এদিন ৩৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন। শেষ ওভারের আগেই মাত্র ৬ বলে ১৮ রান করে খেলা শেষ করে দেন ফাহিম আশরাফ।
বড় লক্ষ্য তাড়ায় তাওহিদ হৃদয় ৭ বলে ১১ রান করে আউট হন। তবে মালানের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ৫৬ বলে ৯১ রানের জুটি আসে। তামিম করেন ২৫ বলে ২৭।
মালান বিদায় নেওয়ার পর মুশফিক ও মাহমুদউল্লাহর ছোট ছোট জুটিতে এগিয়ে যায় বরিশাল। মুশফিক (২৪) ও মাহমুদউল্লাহর (২৪) বিদায়ে শঙ্কা দেখা দিলেও ফাহিমের শেষ মুহূর্তের ঝড়ে জয় নিশ্চিত হয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুলনার হয়ে নাঈম শেখ ২৭ বলে ৫১ রান করেন। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১২ বলে ২৭ রানের ইনিংসে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় খুলনা।