Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবললা লিগায় শীর্ষে বার্সেলোনা, তবুও সতর্ক ফ্রেঙ্কি ডি ইয়ং

লা লিগায় শীর্ষে বার্সেলোনা, তবুও সতর্ক ফ্রেঙ্কি ডি ইয়ং

রিয়াল মাদ্রিদের টানা ব্যর্থতার সুযোগ নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। তবে এই অবস্থান নিয়ে উচ্ছ্বাসিত নন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। তার মতে, শিরোপার লড়াই এখনো অনেক দূর বাকি।

সোমবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। এই জয়ে ২৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫১, সমান ম্যাচে রিয়াল মাদ্রিদেরও সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে কাতালানরা।

রিয়ালের ছন্দপতন, বার্সার সুযোগ 

লা লিগার প্রথম ১২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট এগিয়ে ছিল বার্সা। কিন্তু জানুয়ারির শেষে ৭ পয়েন্ট ব্যবধানে শীর্ষে উঠে আসে রিয়াল। তবে সাম্প্রতিক তিন ম্যাচে ৭ পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির দল। সেই সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা।

কিন্তু শীর্ষে উঠে এলেও সতর্ক ডি ইয়ং। ম্যাচ শেষে তিনি বলেন,

“জয়ে খুশি, শীর্ষে উঠে আসাও ভালো লাগছে। তবে এখনো অনেক পথ বাকি। লিগ টেবিলে সবাই খুব কাছাকাছি অবস্থানে আছে, তাই এখনই উৎসব করার কিছু নেই।”

ইনজুরি কাটিয়ে ছন্দে ফিরেছেন ডি ইয়ং

এই মৌসুমের প্রথম অংশে ইনজুরির কারণে বেশ ভুগতে হয়েছে ডি ইয়ংকে। তবে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে তিনি আবারও মূল একাদশে জায়গা করে নিয়েছেন।

কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন ডি ইয়ং। তবে সাম্প্রতিক প্রতিবেদন বলছে, কাতালান ক্লাবে থাকতেই আগ্রহী এই ডাচ মিডফিল্ডার। এমনকি বার্সেলোনা তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে।

বার্সার পরবর্তী চ্যালেঞ্জ

লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে হলে বার্সেলোনাকে ধারাবাহিক পারফর্মেন্স দেখাতে হবে। কারণ রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ এখনো শিরোপার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে।

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের মতে, শিরোপার লড়াই এখনো শেষ হয়নি, বরং শুরু হয়েছে আসল চ্যালেঞ্জ।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments