আলেহান্দ্রো গার্নাচোকে দলে ভেড়াতে আগ্রহী নাপোলি। জর্জিয়ান উইঙ্গার খাভিচা কাভারাৎসখেলিয়া পিএসজিতে যোগ দিতে যাওয়ায় তার শূন্যতা পূরণে আর্জেন্টাইন উইঙ্গারকে চায় ইতালিয়ান ক্লাবটি।
তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হুবেন আমুরি গার্নাচোর ভবিষ্যৎ তার বর্তমান ক্লাবেই দেখছেন। তার মতে, ইউনাইটেডের নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে ক্রমশ উন্নতি করছেন এই ২০ বছর বয়সী ফুটবলার।
ইউনাইটেডের আর্থিক সমস্যার কারণে গার্নাচোকে নিয়ে প্রশ্ন উঠলেও আমুরি আত্মবিশ্বাসী, গার্নাচো ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে সরাসরি কিছু না বললেও, ইউনাইটেডের প্রতি গার্নাচোর প্রতিশ্রুতি এবং উন্নতিতে সন্তুষ্ট কোচ।
“তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। অনুশীলনে উন্নতি করছে এবং কৌশল মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ইউনাইটেডেই তার ভবিষ্যৎ দেখছি,” বলেন আমুরি।
প্রিমিয়ার লিগে ইউনাইটেড বর্তমানে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে।