প্রথমার্ধেই ৩ গোল হজম, তবুও দারুণ লড়াই করল ইতালি! কিন্তু শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হেরে বিদায় নিল নেশন্স লিগ থেকে। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করল জার্মানি।
ডর্টমুন্ডে রোববার রাতে শেষ আটের ফিরতি লেগ ৩-৩ গোলে ড্র হয়। প্রথম লেগে ২-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে জার্মানি ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নেয়।
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত
৩০’ – জসুয়া কিমিখের পেনাল্টি গোল (জার্মানি ১-০)
৩৬’ – জামাল মুসিয়ালার শট থেকে গোল (জার্মানি ২-০)
৪৫’ – ক্লাইনডিন্সটের হেডে গোল (জার্মানি ৩-০)
৪৯’ – মোইজে কিনের দুর্দান্ত গোল (জার্মানি ৩-১)
৬৯’ – আবারও মোইজে কিন! ব্যবধান কমায় ইতালি (জার্মানি ৩-২)
৯০+৫’ – রাসপাদোরির নাটকীয় গোল (জার্মানি ৩-৩)
শেষ মুহূর্তের লড়াই
শেষ মুহূর্তে ইতালি একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত জার্মানির রক্ষণ ভেদ করতে না পেরে হতাশায় মাঠ ছাড়ে আজ্জুরিরা।
নেশন্স লিগ সেমিতে জার্মানি
প্রথমার্ধেই ৩ গোল তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয় জার্মানি।
মোইজে কিনের দুর্দান্ত লড়াইও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি ইতালির জন্য।
এবার সেমি-ফাইনালে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় জার্মানি!