জার্মানি জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইউলিয়ান নাগেলসমান চুক্তির মেয়াদ আরো এক দফা বাড়িয়েছেন। ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ডাগআউটে থাকবেন তিনি।
নাগেলসমান ২০২৪ ইউরোতে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছানো জার্মানির কোচ। তার আগের চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। ডিএফবি শুক্রবার নতুন চুক্তির ঘোষণা দেয়, যেখানে নাগেলসমান শিরোপা জয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
“২০২৩ সালে ডিএফবিতে আসার সময় এটা কল্পনাও করিনি, তবে প্রতিদিনের প্রতিক্রিয়া প্রমাণ করছে আমাদের পথ সঠিক,” বলেছেন নাগেলসমান।
নাগেলসমানের অধীনে ১৯ ম্যাচে ১১ জয়, ৫ ড্র এবং ৩ হারের রেকর্ড রয়েছে জার্মানির।