Friday, March 28, 2025
spot_img
হোমগলফদেশের গলফের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বিএজিসি : সেনাপ্রধান

দেশের গলফের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বিএজিসি : সেনাপ্রধান

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হলো ৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ (বিএজিসি)-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।

এবারের আসরে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৭৫ জন গলফার অংশ নেন। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া। রানার আপ হয়েছেন বাংলাদেশের শফিকুল ইসলাম, আর তৃতীয় স্থান অধিকার করেন সৈনিক সাহাব উদ্দিন।

মহিলা এককে দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার। রানার আপ হয়েছেন সৈনিক জাকিয়া সুলতানা।

মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তার ও জাকিয়া সুলতানার সমন্বয়ে গঠিত ‘এ’ দল চ্যাম্পিয়ন হয়। দক্ষিণ কোরিয়ার হাইউং উম ও জিন সুক উনের দল রানার আপের গৌরব অর্জন করে।

প্রধান অতিথি এ ধরণের টুর্নামেন্ট দেশের গলফের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, স্পন্সর, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments