Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটবিশ্বকাপের স্বপ্ন ভাঙায় হতাশ হাবিবুল বাশার

বিশ্বকাপের স্বপ্ন ভাঙায় হতাশ হাবিবুল বাশার

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করায় তীব্র হতাশা প্রকাশ করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ে ৮ উইকেটে হারের পর বাছাই পর্বে লড়াই করতে হবে নিগার সুলতানার দলকে।

শেষ ম্যাচে জিতলেই শ্রীলঙ্কাকে পেছনে ফেলে পঞ্চম স্থানে থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারত বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১১৮ রানে অলআউট হওয়া দল হেরে যায় সহজেই।

এক সাক্ষাৎকারে হাবিবুল বলেন, “বাছাইপর্ব কঠিন হবে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারানো সহজ নয়। এমন সুযোগ হারানোয় খুবই হতাশ।”

বাংলাদেশের বোলাররা ধারাবাহিক ভালো করলেও পুরো সিরিজে ব্যাটিংয়ে ছিলেন না কেউই। বিশেষ করে ফারজানা হক, মুর্শিদা খাতুন, ও অভিজ্ঞ ফাহিমা খাতুনের ব্যর্থতা চোখে লেগেছে।

নারী ক্রিকেটে উন্নতির জন্য নানা উদ্যোগ নেওয়া হলেও পারফরম্যান্সে তার প্রতিফলন না থাকায় হতাশা প্রকাশ করেন হাবিবুল। তিনি বলেন, “অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু ক্রিকেটাররা সেটির প্রতিদান দিতে পারছে না। মানসিকতার পরিবর্তন এখন সবচেয়ে জরুরি।”

বাছাইপর্বে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। মূল আসরে জায়গা পেতে শীর্ষ দুইয়ে থাকতে হবে নিগারদের।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments