অপেক্ষার অবসান! বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলার জন্য দেশে পৌঁছালেন ইংলিশ ফুটবলে খেলা তারকা হামজা দেওয়ান চৌধুরী।
সোমবার (আজ) দুপুরে যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। পরিবারের সদস্যদের সঙ্গে সিলেটে পা রাখার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাহুবলে হামজা উৎসব!
হামজা চৌধুরীর আগমনে সিলেটের বাহুবলে যেন উৎসবের আমেজ। তার গ্রামের বাড়ি স্নানঘাট সাজানো হয়েছে ৫০০টিরও বেশি তোরণ আর আলোকসজ্জায়। বিমানবন্দর থেকে সরাসরি তিনি হবিগঞ্জের বাহুবলে মায়ের বাড়িতে যাবেন এবং সেখানে এক রাত কাটাবেন।
২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেক!
২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে অভিষেক হতে চলেছে হামজার।
ম্যাচের আগে ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।
ইংলিশ লিগ থেকে বাংলাদেশের জার্সি!
হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলেছেন দীর্ঘদিন। চলতি মৌসুমেও প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। তবে মৌসুমের মাঝপথে ধারে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।