চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার দেশ ছাড়ার কথা অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের। তবে সেই ফ্লাইটে থাকছেন না অধিনায়ক প্যাট কামিন্স। চোটের কারণে এখনও বোলিং শুরু করতে না পারা এই পেসারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, স্টিভেন স্মিথ কিংবা ট্রাভিস হেডের মধ্যে একজনকে টুর্নামেন্টে নেতৃত্ব দিতে দেখা যাবে।
মিচেল মার্শ আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এবার যোগ হলো কামিন্সকে না পাওয়ার ধাক্কা। পেসার জশ হেইজেলউডের ফিটনেস নিয়েও আছে শঙ্কা। সব মিলিয়ে বেশ চাপে আছে অস্ট্রেলিয়া দল।
দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজে না খেললেও চোটের কারণে কামিন্সের ওয়ানডে সিরিজে খেলার সুযোগ ছিল না। বোর্ডার-গাভাসকার সিরিজে অতিরিক্ত বোলিংয়ের চাপেই তার অ্যাঙ্কেলের এই চোট ধরা পড়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে কিছুটা আশা থাকলেও কোচ ম্যাকডোনাল্ড জানালেন, সেই সম্ভাবনাও শেষ।
“প্যাট এখনও বোলিং শুরু করেনি। তার খেলার সম্ভাবনা খুবই কম। আমরা নেতৃত্বের জন্য স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের দিকেই তাকিয়ে আছি।”
ম্যাকডোনাল্ড আরও জানান, হেইজেলউডের ফিটনেস পরিস্থিতি বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই।
কামিন্স না থাকায় শন অ্যাবটের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। হেইজেলউড ছিটকে গেলে স্পেন্সার জনসনের সুযোগ পেতে পারেন। বাড়তি স্পিনার নিলে বিবেচনায় আসতে পারেন লেগ স্পিনার তানভির স্যাংঘা।
অলরাউন্ডার মিচেল মার্শের বদলি এখনো ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সেখানে সুযোগ পেতে পারেন বাউ ওয়েবস্টার। ক্যামেরন গ্রিন দীর্ঘদিন ধরেই বিবেচনার বাইরে আছেন।