বিপিএলে ফের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো আরাফাত সানির। প্লে-অফের আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, তিন দিন আগে রিপোর্ট করা এই ইস্যুটি বোলিং রিভিউ কমিটিতে পাঠানো হয়েছে। রকিবুল বলেন, “সাত দিনের মধ্যে ওকে পরীক্ষা দিতে হবে। তবে এই সময়ের মধ্যে খেলা চালিয়ে যেতে পারবে।”
সেই ম্যাচে দায়িত্বে ছিলেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমালসিরি।
চিটাগাং কিংসের হয়ে খেলছেন বাঁহাতি স্পিনার সানি। এর আগে এই দলের আরেক স্পিনার আলিস আল ইসলামের অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হয়েছিল। যদিও পরীক্ষার ফল এখনো আসেনি।
৯ ম্যাচে ১০ উইকেট নেওয়া সানিকে শনিবারের মধ্যেই পরীক্ষায় বসতে হবে। তবে পরীক্ষা পর্যন্ত খেলার অনুমতি থাকায় চিটাগাং কিংস আপাতত চিন্তামুক্ত।
২০১৬ সালে বিশ্বকাপের মাঝপথে অ্যাকশন অবৈধ হওয়ায় দেশে ফিরতে হয়েছিল সানিকে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার।