বার্সেলোনায় গোলপোস্টের দায়িত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মার্ক-আন্দ্রে টের স্টেগেন চোটে থাকায় ইনাকি পেনিয়াই ছিলেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক। চলতি লা লিগায় ১৫টি ম্যাচে গোলপোস্ট সামলেছেন তিনি।
তবে সাম্প্রতিক দুই লা লিগা ম্যাচে পেনিয়াকে বাদ দিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক ভইচেখ শেজনি। শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে দেরিতে পৌঁছানোই পেনিয়ার বাদ পড়ার অন্যতম কারণ।
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, পেনিয়া এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে বার্সা কোচ হান্সি ফ্লিকের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন। তবে সেই আলোচনা অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল এবং এতটাই খারাপভাবে শেষ হয় যে পেনিয়া এখন ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
ক্লাবের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকা এই ২৫ বছর বয়সী গোলরক্ষক এই মৌসুমে ২২ ম্যাচে অংশ নিয়ে ছয়টি ক্লিন শিট রাখতে পেরেছেন। ২০২২ সালে অভিষেকের পর এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে মোট ৪৪ ম্যাচ খেলেছেন তিনি।