ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিদেশ সফরে ক্রিকেটারদের জন্য নতুন নিয়মাবলী চালু করতে যাচ্ছে। ইন্ডিয়া টুডে জানায়, ক্রিকেটাররা সফরের শুরুতে প্রথম দুই সপ্তাহ পরিবারের সঙ্গে থাকতে পারবেন না এবং ৪৫ দিনের বেশি দীর্ঘ সফরে পরিবারের সদস্যদের সাথে থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৪ দিন।
করোনা মহামারির সময় মানসিক চাপ এড়াতে শিথিল করা এসব নিয়ম আবারও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক বিদেশ সফরগুলোয় ক্রিকেটাররা দলের চেয়ে পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। বিশেষত অস্ট্রেলিয়া সফরে পুরো দল মাত্র একবার একসাথে ডিনার করেছেন।
নতুন নিয়মে টিম বাসে ভ্রমণ, নির্ধারিত সময়মতো অনুশীলন এবং দলের সঙ্গে বেশি সময় কাটানো বাধ্যতামূলক করা হয়েছে। কোচ গৌতম গম্ভীর বলেন, ‘দলের সবার সিদ্ধান্ত মানতেই হবে। খেলায় মনোযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত।’