Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটভারতের জয়রথ থামিয়ে সিরিজে টিকে রইল ইংল্যান্ড

ভারতের জয়রথ থামিয়ে সিরিজে টিকে রইল ইংল্যান্ড

সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডের। সেই লক্ষ্য পূরণে বেন ডাকেটের ঝড়ো ফিফটি ও লিয়াম লিভিংস্টোনের আগ্রাসী ইনিংসের পর আদিল রশিদের নিখুঁত বোলিংয়ে ভারতের ঘরের মাঠের টানা জয়রথ থেমেছে।

মঙ্গলবার রাজকোটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ২৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান তোলে সফরকারীরা। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৫ রানেই আটকে যায় ভারত। সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে তারা।

ইংল্যান্ডের জয়ে বোলারদের ভূমিকা ছিল অনন্য। জোফরা আর্চার, ব্রিডন কার্স এবং জেমি ওভারটন ভাগাভাগি করে নিয়েছেন সাত উইকেট। রশিদের দুর্দান্ত ৪ ওভারে মাত্র ১৫ রানের স্পেল ভারতের ব্যাটিংকে পুরোপুরি চেপে ধরে।

এর আগে বেন ডাকেট ৩৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন। মাঝের ওভারে বরুণ চক্রবর্তী ভারতকে ম্যাচে ফেরালেও লিভিংস্টোনের ২৪ বলে ৪৩ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ইংল্যান্ড।

ভারতের ব্যাটিংয়ে বড় ধাক্কা ছিল তিলক ভার্মার ব্যর্থতা। প্রথমবার টি-টোয়েন্টিতে আউট হন তিনি। হার্দিক পান্ডিয়া একপ্রান্তে লড়াই চালিয়ে গেলেও ৪০ বলে ৩৫ রানের ইনিংসটি যথেষ্ট ছিল না। ইংল্যান্ডের বোলিং দাপটে ভারত শেষ পর্যন্ত ঘরের মাঠে নভেম্বর ২০২৩ সালের পর প্রথম টি-টোয়েন্টি হারল।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments