আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতীয় দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, জার্সিতে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। তবে বিসিসিআইয়ের নতুন সচিব দেবাজিত সাইকিয়া এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন, আইসিসির নির্দেশিকা মেনেই তারা অফিসিয়াল লোগো ব্যবহার করবেন।
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের জার্সিতে প্রতিযোগিতার লোগো থাকতে হবে, যেখানে স্বাগতিক দেশের নামও উল্লেখ থাকবে। এই নিয়ম নিয়ে ভারতের আপত্তির খবর পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পিসিবি এ বিষয়ে আইসিসির কঠোর পদক্ষেপ আশা করছে। তবে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, “আমরা আইসিসির নির্দেশিকা মেনে চলব।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক আয়োজনে অংশ নিতে রোহিত শর্মা পাকিস্তান সফরে যাবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি বিসিসিআই। করাচিতে এই অনুষ্ঠান ১৬ বা ১৭ ফেব্রুয়ারি হওয়ার কথা।
২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেও সেই টানাপোড়েন অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের মাধ্যমে ভারতীয় ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি।