ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। তাই বৈশ্বিক আসরগুলোতে আইসিসি সবসময় এই দুই দলকে একই গ্রুপে রাখে। অনুমিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে থাকা দুই দলের টিকিট বিক্রি শেষ হয়েছে চোখের পলকেই।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামে টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। অনলাইনে ও বুথে বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।
দ্বিতীয় সর্বোচ্চ চাহিদা ছিল বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটে, যা কয়েক ঘণ্টার মধ্যেই ফুরিয়ে যায়। ভারত–নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও বিক্রি শেষ হয়ে গেছে।
এক ভারতীয় সমর্থক জানান, ‘লম্বা লাইন ধরেও সাধ্যের মধ্যে টিকিট পাইনি। যেটা পেয়েছি সেটার দাম এত বেশি যে কেনা সম্ভব হয়নি।’
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে লড়বে বাংলাদেশ-ভারত। আয়োজক পাকিস্তান হলেও দুই দেশের টানাপোড়েনের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে, আর পাকিস্তানের ম্যাচগুলো তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।